ছবি সংগৃহীত
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় এ কথা জানান।
নানান অনিশ্চয়তার দোলাচল আর চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে চলেছে পদ্মাসেতু নির্মাণকাজ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এসময় তিনি আরো বলেন এরই মধ্যেই ৪১টি স্প্যানের সবক’টি সফলভাবে স্থাপন সম্পন্ন হয়েছে।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতকাল পর্যন্ত মূল সেতুর নির্মাণকাজের অগ্রগতি শতকরা প্রায় ৯৩ দশমিক ৫ ভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া নদী শাসন কাজের অগ্রগতি ৮৩ দশমিক ৫০ ভাগ হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন এখনো পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ।
এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২২ সালের জুন মাস নাগাদ পদ্মাসেতু নির্মাণ শেষ হবে এবং তখনই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে এই সেতু।