ছবি সংগৃহীত
করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। এসময় এই রোগের বিস্তার মোকাবিলায় সবার সহযোগিতা কামনা করেন সরকার প্রধান।
করোনার এই পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারবো আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী আরো বলেন এক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাই।’
রবিবার সকালে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪’ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘করোনা থেকে নিজেকে এবং পরিবারকে নিরাপদে রাখবেন। স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে এবং অপরকে সুরক্ষিত রাখবেন, সেটা আমার অনুরোধ।’
সবাই সতর্ক থেকে স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আবার যেহেতু মানুষ ব্যাপকভাবে করোনায় আক্রান্ত হচ্ছে এবং মৃতের সংখ্যা বেড়ে গেছে, তাই সবাই একটু সাবধানে থাকবেন।
এদিকে সরকার সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।