ছবি সংগৃহীত
বিএনপি যত অপপ্রচারই করুক জনগণ সুবিবেচক, তারা সহজে বিভ্রান্ত হয় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব দেখছে তা দুঃস্বপ্ন মাত্র বলেও এসময় মন্তব্য করেন তিনি।
শনিবার সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষেও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
দেশে এক এগারোর ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করছে মন্তব্য করে সেতুমন্ত্রী আরো বলেন বিএনপির একগুঁয়েমি এবং সোয়া এক কোটির বেশি ভুয়া ভোটার সৃষ্টি করে দলীয় লোক বিচারপতি আজিজকে দিয়ে নির্বাচনের নামে প্রহসনের অপচেষ্টা এক-এগারোর অন্যতম প্রধান কাজ বলেও মনে করেন ওবায়দুল কাদের।
ক্ষমতা টিকিয়ে রাখতে যেমন নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিল, তেমনি হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখনো মরিয়া হয়ে অন্ধকারের অলি-গলি পথে হাঁটছে।
বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোন সংকট নেই— বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সংকট নেই বলার মাঝেই মনে হচ্ছে ‘ডাল মে কুচ কালা হ্যায়’।
বিএনপির সর্ব পর্যায়ের কিছু নেতা আওয়ামী লীগে যোগদানের জন্য ‘তলে তলে যোগাযোগ করছে’ বলেও জানান তিনি।