• বিদেশ ডেস্ক
  • ০৩ জুলাই ২০২১ ১৫:৫৭:৩৫
  • ০৩ জুলাই ২০২১ ১৫:৫৭:৩৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত

মুসলমানদের দু'টি ধর্মীয় অনুষ্ঠানের মাঝে অন্যতম প্রধান হলো পবিত্র ঈদুল আজহা। আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় প্রত্যেকে তার নিজ নিজ সামর্থ্যানুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। আরব জ্যোতির্বিদদের মতে ১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হবে। ১৯ জুলাই আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে।

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০ জুলাই ঈদ উদযাপন হবে।

মুসলমানদের বড় দুটি উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা চাঁদ দেখার উপর নির্ভর করে। আর তাই বিশ্বের বিভিন্ন জায়গায় দুই, একদিন আগেপিছে চাঁদ দেখা যাওয়া কারণে ঈদ উদযাপনও আগেপিছে হয়ে থাকে। 

উল্লেখ্য, বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য কোনো তারিখ এখনো জানানো হয়নি। এদিকে ঈদুল আজহায় করোনার বিধিনিষেধ মানার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনসমাগম করলে জরিমানা করার কথাও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

সংশ্লিষ্ট বিষয়

ঈদুল আজহার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1644 seconds.