ছবি সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপ-নেতা জিএম কাদের এবং বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ কে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে বিরোধী দলীয় নেতাদের শুভেচ্ছা জানানোর বিষয়টি মঙ্গলবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং নিশ্চিত করেছে।
এদিকে দুপুরে জিএম কাদের এবং বিরোধী দলীয় নেতার একান্ত সচিব একেএম আবদুর রহিম ভূঁইয়ার কাছে শুভেচ্ছা কার্ডগুলো হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ মো. আবু জাফর রাজু ।
আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটিতে যোগ হতে পারে নতুন সুখবর। শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক বন্ধ থাকায় আসন্ন ঈদুল আজহার ছুটি পাঁচ দিনে দাঁড়াতে পারে। যদিও প্রতিমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে।