ছবি সংগৃহীত
দানবীয় কনটেইনার জাহাজ এভারগ্রিনের অবশেষে মুক্তি মিলেছে। সুয়েজ খাল বন্ধ করে দেয়ায় মিসরের যে আর্থিক ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ দিয়ে মুক্তি মিলেছে এই কনটেইনারবাহী এই দানবীয় জাহাজের।
জানা গেছে স্থানীয় সময় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নোঙর তুলে টাগ বোটের সাহায্যে এভারগ্রিন ভূমধ্যসাগরের দিকে যাত্রা করে। কিন্তু এর আগে এভারগ্রিন ঈসমাইলিয়া শহরের একটি নিকটবর্তী খালে তিন মাস ধরে অবস্থান করছিল।
এসময় মিসরীয় টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ক্যাপ্টেন ও অন্য ক্রুদের ফুল ও স্মারক দিয়ে বিদায় জানানো হয়।
তবে ক্ষতিপূরণের অংক কত সেটি জানায়নি মিসর। ক্ষতিপূরণের সঠিক অংক প্রকাশ করা না হলেও এর আগে মিসর ৫৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪৬৭৫ কোটি টাকার বেশি দাবি করেছিলো।
গত মার্চে সুয়েজ খালে আটক যায় জাহাজটি। এতে ব্যাপকভাবে ব্যাহত হয় বিশ্ব বাণিজ্য। এ নিয়েই কায়রোর সঙ্গে চুক্তিতে আসে জাহাজটির মালিক পক্ষ ও বিমা কোম্পানি।
১২০ মাইল দৈর্ঘ্যের সুয়েজ খাল সংযোগ করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, যা এশিয়া ও ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ।