• নিজস্ব প্রতিবেদক
  • ০৮ জুলাই ২০২১ ১৩:০৫:১৫
  • ০৮ জুলাই ২০২১ ১৩:০৫:১৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বিশ্ব মঞ্চে প্রশংসিত বাংলাদেশ; আবেগে কাদলেন বাঁধন

ছবি সংগৃহীত

চলচ্চিত্র দিয়ে ১৯ বছর পর বিশ্ব মঞ্চে আবারো প্রশংসায় ভাসলো বাংলাদেশ।  ‘মাটির ময়না’ সিনেমার পর ‘রেহানা মরিয়ম নূর’। ২০০২ সালে ৫৫তম কান উৎসবে প্যারালাল বিভাগের ডিরেক্টরস ফোর্টনাইটে নির্বাচিত হয়েছিল তারেক মাসুদের ‘মাটির ময়না’। 

ধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে ডবসি থিয়েটারে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর পর যা হলো তা ইতিহাস।

প্রায় এক মিনিট ধরে হাততালি, স্ট্যান্ডিং ওভেশন, বাঁধনের আনন্দ অশ্রু, সাদের স্যালুট। সবই সে ইতিহাসের অংশ। প্রদর্শনীর দিন ডবসি হল ছিল দর্শকপূর্ণ। 

এ সম্মানকে পুরো বাংলাদেশের বলে উল্লেখ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এ সম্মান শুধু ‘রেহানা মরিয়ম নূর’ এর সঙ্গে জড়িতদের একার সম্মান নয়। এটা পুরো বাংলাদেশের সম্মান। এ কৃতিত্ব আমার পরিচালকের, আমার টিমের। সবার কষ্টের ফল আজকে এখানে এসে পৌঁছেছে।

বু‘রেহানা মরিয়ম নূর’ এবারের আসরের আঁ সার্তে রিগা বিভাগের প্রথম সিনেমা। এটি নির্মাণ করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। প্রদর্শনীর পর দর্শকদের এতো ভালোবাসাই বলে দেয় ‘টিম সাদ’র পরিশ্রম সার্থক।

বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু প্রমুখ।

সংশ্লিষ্ট বিষয়

রেহানা মরিয়ম নূর বাধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1648 seconds.