• ক্রীড়া ডেস্ক
  • ১২ জুলাই ২০২১ ১০:২৫:১৪
  • ১২ জুলাই ২০২১ ১০:২৫:১৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ইতিহাস গড়ে জকোভিচের উইম্বলডন জয়

ছবি সংগৃহীত

ইতিহাস গড়ে জকোভিচের উইম্বলডন জয় ফ্রেঞ্চ ওপেনের পর এবার উইম্বলডনও জিতে নিলেন টেনিস র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। প্রতিযোগিতার ফাইনালের শুরুতে হোঁচট খেয়েও ঘুরে দাঁড়িয়ে ইতালির মাত্তেয় বেরেত্তিনিকে হারিয়ে উইম্বলডনের মুকুট জিতলেন জকোভিচ।

এই উইম্বলডন জেতার মধ্যে দিয়েই পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়লেন এই সার্বিয়ান তারকা। স্পর্শ করলেন টেনিসের দুই বড় তারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে।

এই নিয়ে ষষ্ঠবার উইম্বলডনের চ্যাম্পিয়ন হলেন জকোভিচ। সব মিলিয়ে জিতলেন রেকর্ড ২০টি শিরোপা।

রোববার অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে উইম্বলডনের ফাইনালে মাত্তেও বেররেত্তিনিকে ৬-৭(৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন জকোভিচ। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেও হতাশাকে সঙ্গী করে বিদায় নিতে হয়েছে বেরেত্তিনিকে।

ইতিহাস গড়ে জকোভিচ বলেন, ‘রাফা ও রজারকে আমি শ্রদ্ধা জানাতে চাই। তারা আমাদের খেলার দুই কিংবদন্তি। এ ছাড়া ক্যারিয়ারে আমি যাদের বিপক্ষে খেলেছি এর মধ্যে সবচেয়ে বড় মাপের খেলোয়াড়। তাদের কারণেই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি।

তারাই দেখিয়েছে, শারীরিক ও মানসিকভাবে এবং ট্যাকটিক্যালি আরও শক্তিশালী হতে আমাকে কী করতে হবে। গত ১০ বছরের যাত্রাটা ছিল অবিশ্বাস্য এবং পথচলা এখানে থামবে না।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1677 seconds.