ছবি সংগৃহীত
বিএনপির অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি যতই অপপ্রচার চালাক, দেশে ভ্যাকসিনের কোনো সংকট হবে না বলেও এসময় জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে কর্মহীন অসহায় মানুষের মাঝে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ পায় সেদিকে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। কেউ স্বজনপ্রীতি করে এটি নয়ছয় করলে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি করেন তিনি।
এ সময় তিনি বলেন, বিধিনিষেধ শিথিল করলেও স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে। সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাড়া আজ অসহায় মানুষের পাশে কোনো রাজনৈতিক দল নেই।