• নিজস্ব প্রতিবেদক
  • ১৯ জুলাই ২০২১ ১৫:০৯:৫১
  • ১৯ জুলাই ২০২১ ১৬:১১:২৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

করোনাকালে একজন মানুষও অনাহারে থাকেনি: তথ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

বিএনপি জামাতের নেতারা বলেছিল হাজার হাজার মানুষের লাশ পড়ে থাকবে চারদিকে খাদ্যর অভাবে হাহাকার লেগে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দেড় বছর যেভাবে সরকার ও দেশ চালিয়েছেন তা বিশ্বে বিরল বচলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

করোনা মোকাবিলায় তার কার্যক্রমের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

সোমবার (১৯ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, খেটে খাওয়া একজন মানুষও অনাহারে দিন কাটায়নি। আওয়ামী লীগ যেভাবে করোনাকালে মানুষের পাশে আছে আর কোনো দল সেভাবে পাশে নেই। তারা আছে টেলিভিশনের পর্দায়।

বিএনপির মহাসচিবের উদ্দেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির ফখরুল সাহেব, সমালোচনা করে বলেন, সরকার ভারত ছাড়া আর কোনো উৎস থেকে কেন টিকা আনার চেষ্টা করল না। এখন বিভিন্ন দেশ থেকে টিকা আসছে। যে বিএনপির নেতারা টিকা নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছেন তারাই এখন গোপনে বা প্রকাশ্যে টিকা নিচ্ছেন। এমনকি বেগম খালেদা জিয়াও আজ টিকা দিতে যাচ্ছেন। তাকে অভিনন্দন জানাই। তবে তার দল করোনা টিকা নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1413 seconds.