• ক্রীড়া প্রতিবেদক
  • ২৭ জুলাই ২০২১ ১১:২৯:৪৬
  • ২৭ জুলাই ২০২১ ১১:২৯:৪৬
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

টম হলকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে রোমান সানা

ছবি সংগৃহীত

অলিম্পিকে রিকার্ভ আর্চারির ব্যক্তিগত ইভেন্টে ব্রিটেনের টম হলকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেন রোমান সানা। টোকিওর ইউমেনেশিমায় দারুণ শুরু করেন রোমান সানা।

প্রথম শটেই ১০ স্কোর করেন তিনি। পরের শটেও ১০ মারেন এ আর্চার। কিন্তু তৃতীয় শটে ৮ করলে তার স্কোর দাঁড়ায় ২৮। অন্যদিকে টম হল তিন শটে যথাক্রমে ৯, ৯, ১০ স্কোর করলে প্রথম সেট ড্র হয়।

এদিকে দ্বিতীয় সেটে রোমান সানার স্কোর ছিল ২৭। টম হল সেখানে ২৫ করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লাল সবুজের পতাকাবাহী।
তৃতীয় সেটেও বজায় থাকে রোমান সানার আধিপত্য। এবার দেশসেরা আর্চার সেট জিতে নেন ২৭-২৬ পয়েন্টে। ৫-১ ব্যবধানে সেট পয়েন্টে এগিয়ে থেকে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন তিনি।

তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়ান টম হল। ২৭-২৫ ব্যবধানে রোমান সানাকে হারিয়ে ব্যবধান কমান ব্রিটিশ আর্চার। ফলে সেট পয়েন্টে গিয়ে পার্থক্য দাঁড়ায় ৫-৩। যদিও শেষ রক্ষা হয়নি টমের। পঞ্চম ও শেষ সেটে টম হলকে আর কোনো সুযোগ দেননি রোমান সানা। দারুণ পারফর্ম করে স্কোর করেন ২৯। পক্ষান্তরে টম হলের স্কোর ছিল ২৭। ফলে ৭-৩ ব্যবধানে সেট জিতে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেন রোমান সানা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1593 seconds.