ছবি সংগৃহীত
এবারের অলিম্পিক আসরের স্বাগতিক দেশ জাপান। পদক জয়ের মিশনে তাদেরই আধিপত্য এখন পর্যন্ত সবচেয়ে বেশি। এদিকে তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও অলিম্পিক পদক জয়ের তালিকায় শীর্ষে ছিল স্বাগতিক জাপান।
১০ স্বর্ণপদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্বাগতিকরা। এই তালিকার দুইয়ে আছে যুক্তরাষ্ট্র, আর তিনে অবস্থান করছে চীন।
মঙ্গলবার (২৭ জুলাই) স্বর্ণপদক জয়ের তালিকায় যুক্ত হয়েছে নতুন সাতটি দেশ। সবমিলিয়ে ৩০টি দেশ স্বর্ণপদক জিতল। এখন পর্যন্ত পদক জিতেছে ৫১টি দেশ। নতুন করে আরও পাঁচটি দেশ পদক জিতেছে। ৩০টি দল অন্তত একটি করে স্বর্ণপদক জিতেছে। ১৬টি দেশ অন্তত একটি রুপা জিতেছে। আর শুধু ব্রোঞ্জ জেতা দেশের সংখ্যা ১০টি।
এদিকে গেমসের চতুর্থ দিনে এসে প্রথম স্থানে থাকা জাপানের মোট পদক সংখ্যা ১৮টি। ৯টি স্বর্ণপদকসহ যুক্তরাষ্ট্রের মোট পদক ২৫টি। সমানসংখ্যক স্বর্ণপদক নিয়ে চীনের ঝুলিতে মোট পদক ২১টি।