ছবি সংগৃহীত
বিশ্বে সম্প্রতি ফোনে আড়িপাতার ঘটনা ঘটছে আশঙ্কাজনক হারে। আর ফোনে আড়ি পেতে আপনার একান্ত গোপনীয় তথ্য জেনে ফেলতে পারে যে কেউ। বিষয়টি নিয়ে সাবধান হেতে হবে আপনাকে, না হলে ঘটে যেতে পারে বড় বিপত্তি।
আসুন জেনে নেই কেউ ফোনে আড়ি পাতছে কিনা যাচাই করার কিছু উপায়-
১। হঠাৎ করেই মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হতে থাকবে।
২। মোবাইল অন্য সময়ের তুলনায় স্বাভাবিকের থেকে বেশি গরম হচ্ছে।
৩। মোবাইলে হঠাৎ অপ্রয়োজনীয় অ্যাপ দেখা যেতে পারে।
৪। অন্য সময়ের থেকে বেশি ডাটা ইউজ হচ্ছে।
৫। ফোনটি অদ্ভূত আচরণ করতে পারে। নিজ থেকে অন্য অ্যাপে চলে যাওয়া কিংবা আপনি একটি অ্যাপ চালাচ্ছেন সেটা বন্ধ হয়ে নিজের মতো অপশনে ঢুকে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে।
৬। আপনার ব্রাউজিং হিস্ট্রি ঘেটে আপনি এমন কিছু ওয়েবসাইট ব্রাউজিংয়ের ইতিহাস পেতে পারেন যা আপনি ব্রাউজ করেননি।
৭। মোবাইলে কথা বলার সময় অদ্ভূত কারো উপস্থিতি, শব্দ, যান্ত্রিক আওয়াজ পেতে পারেন যা অপর প্রান্ত থেকে আসছে না।
কীভাবে সাবধান হবেন?
১। মোবাইলটি ফ্যাক্টরি রিসেট দিতে পারেন।
২। আপনার ডিভাইসটির সফটওয়্যারগুলো নিয়মিত আপডেট দিয়ে রাখুন।
৩। অ্যাপ লিস্টে গিয়ে অপরিচিত এবং অপ্রয়োজনীয় কোনো অ্যাপ দেখতে পেলে সেটি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিন।
৪। শক্তিশালী কোনো এন্টি-ভাইরাস অ্যাপ ব্যবহার করুন। ধারণা করা হয় এন্টি-ভাইরাস অ্যাপ মোবাইলে স্পাই অ্যাপের উপস্থিতি জানিয়ে দিতে সক্ষম।
৫। আপনার ফোনের পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্টকে শক্তিশালী করুন।
৬। একান্ত ব্যক্তিগত কাজ করার সময় মোবাইল ক্যামেরা কিংবা ওয়েব ক্যাম প্রয়োজন না হলে কিছু একটা দিয়ে ঢেকে রাখুন।