ছবি সংগৃহীত
‘বঙ্গবন্ধু হত্যায় আওয়ামী লীগ জড়িত’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্য আষাঢ়ে গল্পের মতো শোনায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই বিএনপি রক্তাক্ত অতীতের অর্ন্তজ্বালা নিয়ে অস্থির হয়ে পড়ে। বঙ্গবন্ধু হত্যার কুশীলব কারা তা এখন জাতির কাছে স্পষ্ট।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য অনেকটা ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনে’র মতো। মঙ্গলবার (৩ আগস্ট) নিজ বাসভবন থেকে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপির ‘শিবের গীত’ জনগণের কাছে এখন পরিষ্কার। জিয়াউর রহমানকে ‘ধোয়া তুলসি পাতা’ বানানোর অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।