• বাংলা ডেস্ক
  • ০৫ আগস্ট ২০২১ ১৯:২৯:১৬
  • ০৫ আগস্ট ২০২১ ১৯:২৯:১৬
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

করোনার নতুন ধরন ল্যামডা নিয়ে ভয়ংকর তথ্য দিলো বিজ্ঞানীরা

ছবি সংগৃহীত

করেনার অতি সংক্রামক করোনার আরেকটি ধরন হলো ল্যামডা। এটি ভ্যাকসিন নেওয়ার পরও টিকে থাকতে ও সংক্রমণে বিস্তার ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়।

ল্যাবরেটরিতে গবেষকরা ল্যামডার স্পাইক প্রোটিনের তিনটি পরিবর্তন দেখেছেন। সেগুলো হলো RSYLTPGD246-253N, 260 L452Q ও F490S। এগুলো ভ্যাকসিন অ্যান্টিবডি নেওয়ার পরেও টিকে থাকে। ভ্যাকসিনকে অকার্যকর করে দেয়। তবে আসল কোভিড স্টেইন যেটি চীনের উহানে পাওয়া গিয়েছিল সেটি ভ্যাকসিনকে অকার্যকর করতে পারে না।

গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়টির একটি গবেষণাপত্রে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গবেষণাটি নিয়ে এখনো পর্যালোচনা চলছে। নিউজউইকের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এগুলো ছাড়াও T76I ও L452Q এ দুটি মিউটেশন ল্যামডাকে শক্তিশালী করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1486 seconds.