• ফিচার ডেস্ক
  • ১২ আগস্ট ২০২১ ১২:১২:৪৫
  • ১২ আগস্ট ২০২১ ১২:১২:৪৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বিনামূল্যে গার্মেন্টস কর্মীদের টেলিমেডিসিন সেবা দিবে ‘ডককিউর’

ছবি : সংগৃহীত

প্রযুক্তির কল্যাণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন চিকিৎসা বা টেলিমেডিসিন সার্ভিস। প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছে অনেকেই। অ্যাপ ব্যবহার করে স্বাস্থ্যসেবা দিচ্ছে  ‘ডককিউর হেলথ টেক লিমিটেড’ নামক প্রতিষ্ঠানটি।

এবার ডককিউর গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্যসেবায় এগিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি ‌‌‌‌‘সুরক্ষিত জীবিকা’ নামে একটি প্যাকেজ ঘোষণা করেছে। যার মাধ্যমে গার্মেন্টস কর্মীরা কোন ধরনের খরচ ছাড়ায় ডাক্তাদের পরামর্শ নিতে পারবেন। রয়েছে মেডিকেল টেষ্টে ১০ শতাংশ ডিসকাউন্ট এবং ঔষুধে ৫ শতাংশ ডিসকাউন্ট।    

নিজস্ব মোবাইল অ্যাপ ‘ডককিউর’ এর মাধ্যমে সারা দেশেই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে চলেছে প্রতিষ্ঠানটি। তবে শুধু দেশেই নয়, অ্যাপের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নিয়েছেন মধ্যপ্রাচ্যের রোগীও। করোনাকালে বিশেষ প্যাকেজের মাধ্যমে সেবা প্রদান করছে ডককিউর, যা মাত্র ১৯৯ টাকা থেকে শুরু।

ডককিউর হেলথ টেক লিমিটেড-এর সিইও ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান বলেন, অর্থনীতির মূলে আমাদের গার্মেন্টস শ্রমজীবি ভাই-বোনেরা, তাদের শ্রমেই আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাদের স্বাস্থ্যসুরক্ষাও জরুরী। তাদের জন্যই আমাদের নতুন প্যাকেজ সুরক্ষিত জীবিকা। পাশাপাশি তাদের পরিবারের ৩ জন সদস্য ফ্রিতে ডাক্তার দেখাতে পারবেন।
 
বর্তমানে ডককিউর-এর সাথে যুক্ত আছে ২০ টিরও বেশি হাসপাতাল, প্রায় ৪০ টি ডায়গনিষ্টিক সেন্টার, ৫০ টিরও বেশি ফার্মেসি এবং ঢাকার বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের ৩ শতাধিক ডাক্তার। এছাড়া ২৪/৭ জরুরি সেবা ব্যবস্থা দেওয়ার জন্য ডক কিউর এর নিজের ২০ জন ডাক্তার সব সময় প্রস্তুত আছে।

ডককিউর-এর সেবা তালিকায় রয়েছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, টেলিমেডিসিন, অনলাইন ঔষধ, মেডিকেল টেস্ট, হোম ডায়গনিষ্টিক টেস্ট, হোম কোভিড টেস্ট, ইনস্যুরেন্স, হেল্‌থ প্যাকেজ ইত্যাদি।

ইন্সুরেন্স পার্টনার হিসেবে ডক কিউর গার্ডিয়ান লাইফ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এখন থেকে ডক কিউর এর কাষ্টমার লাইফ কভারেজ ১ লক্ষ টাকা এবং হসপিক্যাশ ৫০,০০০ টাকা পর্যন্ত ক্লেম করতে পারবে অ্যাপ এর মাধ্যমে।

এছাড়া ডককিউর অ্যাপের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে যেকোন মেডিক্যাল টেষ্ট এবং ঔষধও কিনতে পারবে গ্রাহকরা।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন-  https://www.doccure.xyz/ এবং অ্যাপ ডাউনলোড লিংক:  https://cutt.ly/AQPbIJ7

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1603 seconds.