• বাংলা ডেস্ক
  • ১৪ আগস্ট ২০২১ ২২:৫৬:৪০
  • ১৪ আগস্ট ২০২১ ২২:৫৬:৪০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

আমেরিকার হাইতিতে শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ হাইতিতে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এতে ক্যারিবিয়ান দেশটিতে বহু হতাহত ও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) অবশ্য বলছে, কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ৬। খবর আল জাজিরার।

হাইতির রাজধানী থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পেটিট ট্রু ডি নিপ্পেস শহর থেকে ৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া না গেলেও এত শক্তিশালী ভূমিকম্পে অনেক বাড়িঘর ধ্বংস এবং বহু মানুষের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাইতির প্রতিবেশী ক্যারিবিয়ান অঞ্চলের অন্য দেশগুলোতেও এই কম্পন অনুভূত হয়।

এদিকে হাইতির ডিরেক্টর অব সিভিল প্রোটেকশন জেরি চ্যান্ডলার সংবাদ সংস্থাকে এএফপি জানান, আমি এটুকু নিশ্চিত করছি যে, সেখানে কয়েকজনের মৃত্যু হয়েছে। কিন্তু, আমার কাছে কোনো সঠিক সংখ্যা নেই।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1463 seconds.