• নিজস্ব প্রতিবেদক
  • ১৭ আগস্ট ২০২১ ২০:১৯:১৪
  • ১৭ আগস্ট ২০২১ ২০:১৯:১৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

দেশে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত

ছবি : সংগৃহীত

করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্তে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একদিনে নতুন করে ৩২৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩০৬ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ২৪ জন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছে।

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত হাসপাতালে মোট ছয় হাজার ৬৫০ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে পাঁচ হাজার ৫১০ জন।

সংশ্লিষ্ট বিষয়

ডেঙ্গু রোগী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1471 seconds.