• বিদেশ ডেস্ক
  • ২৪ আগস্ট ২০২১ ০৮:৫০:৫৬
  • ২৪ আগস্ট ২০২১ ০৮:৫০:৫৬
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বিশ্বে সাড়ে ৪৪ লাখ মানুষের মৃত্যু করোনায়

ছবি : সংগৃহীত

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৬৩৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩৩ লাখ ১ হাজার ৬১ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৮ লাখ ৫১ হাজার ১৯২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৬৪ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ১১ হাজার ৪১১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৫১ হাজার ৫১০ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন মানুষ মারা গেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1398 seconds.