• বিদেশ ডেস্ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২১ ১৫:০৭:২৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২১ ১৫:০৭:২৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ছাত্র-ছাত্রীদের মাঝে পর্দা দিয়ে আফগানে চলছে ক্লাস

ছবি : সংগৃহীত

পর্দা টাঙিয়ে দু’ভাগে ভাগ করা হয়েছে ক্লাসরুম। এক পাশে ছেলে শিক্ষার্থী। এক পাশে মেয়েরা। আফগানিস্তানের কাবুলে একটি বিশ্ববিদ্যালয়ে এভাবেই ক্লাস নেওয়া হচ্ছে। আর এমন ছবি ছড়িছে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে।

কাবুল দখলের পরই তালেবান নেতৃত্ব থেকে জানানো হয়েছিলো, স্কুল, কলেজে ছেলে-মেয়েরা একসঙ্গে পড়াশোনা করতে পারবে না। তবে মেয়েদের স্কুল বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

আফগানিস্তানের নিউজ এজেন্সি থেকে টুইটারে কিছু ছবি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, বিশ্ববিদ‌্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে পর্দা দেওয়া হয়েছে।

আফগানিস্তানে এখনও তালেবান সরকার গঠন না হলেও বর্তমানে ওই দেশের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী কিছু দিন আগেই কাবুল কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শরিয়ত আইন মেনে পড়াশোনা হবে।

তালেবান ছাত্রীদের পোশাকের বিষয়ে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। এমনকি শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা কোথায়, কীভাবে বসবেন, কারা তাদের ক্লাস নিতে পারবেন তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বিষয়

ক্লাস ছাত্র-ছাত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1558 seconds.