• বিদেশ ডেস্ক
  • ১২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৭:৫২
  • ১২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৭:৫২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

করোনায় আইভরি কোস্টের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের সাবেক প্রধানমন্ত্রী চার্লেস কোনান ব্যানি।

প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মৃত্যুকালে চার্লেসের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলাসানা ওয়াত্তারা। চার্লেসকে ‘ভাই ও বন্ধু’ আখ্যা দিয়ে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘তিনি ছিলেন রাষ্ট্রের একজন মহান সেবক।’

আইভরি কোস্টের আরেক সাবেক প্রধানমন্ত্রী গিলাম সরো শোক প্রকাশ করে বলেছেন, ‘দেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের সম্পর্কে আমার ধারণাই পাল্টে দিয়েছিলেন চার্লেস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1565 seconds.