ছবি : সংগৃহীত
বেসরকারি পর্যায়ে দেশের প্রথম এবং শীর্ষ স্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আজ সর্বশেষ কিউএস গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি র্যাঙ্কিং ২০২২ – এ বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান লাভ করায়, এ সাফল্য উদযাপন করা হয়।
কিউএস গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি র্যাঙ্কিং ২০২২ – এ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের মাঝে একমাত্র নর্থ সাউথ ইউনিভার্সিটিই এই মাইলফলক অর্জন করেছে এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমুহের মধ্যে এনএসইউ গর্বের সাথে প্রথম স্থানটি ধরে রেখেছে এবং ৩০১-৫০০ র্যাঙ্ক অর্জন করেছে। গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ৫০০ কিউএস গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি র্যাঙ্কিং এর এই তালিকায় স্থান পাওয়া এনএসইউ বাংলাদেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়। কিউএস গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি র্যাঙ্কিং এ একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান নির্ভর করে প্রতিষ্ঠানটির গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটির ফলাফল এবং সম্ভাবনার উপর।
কিউএস গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি র্যাঙ্কিং ২০২২ – এ সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ এর ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এম. এ. কাসেম, বেনজীর আহমেদ, মোঃ শাহজাহান, আজিজ আল কায়সার এবং মিজ রেহানা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ এর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।
আজিম উদ্দিন আহমেদ বলেন, “আমি কিউএস গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি র্যাঙ্কিং ২০২২ – এ নর্থ সাউথ ইউনিভার্সিটির গৌরবময় সাফল্যে অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি এ সাফল্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা আর কঠোর পরিশ্রমের ফল। আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং স্টাফ ভবিষ্যতেও সম্মিলিত ভাবে কাজ করে আরো বড় সাফল্য বয়ে আনবে বলে বিশ্বাসী। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ এ আমার আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে”।
অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, “আমরা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এশিয়া র্যাঙ্কিং, সাবজেক্ট র্যাঙ্কিং সহ র্যাঙ্কিং এর সবগুলো প্ল্যাটফর্মে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শীর্ষে অবস্থান করছি। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আসে একটি ভাল চাকুরী এর জন্য, আমাদের গ্রাজুয়েটরা ১০০% ই দেশ ও বিদেশে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত। তারই ধারাবাহিকতায় আমরা আজ কিউএস গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি র্যাঙ্কিং ২০২২ – এ বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান লাভ করেছি। এখন আমরা এশিয়ার শীর্ষ ১০০ এবং বিশ্বের শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয় –এর মধ্যে থাকার লক্ষ্যে কাজ যাচ্ছি”।
অনুষ্ঠানে উপস্থিত নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যরা নর্থ সাউথ ইউনিভার্সিটির এ অর্জনের জন্য সকল শিক্ষকমন্ডলী এবং স্টাফদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবসময়ের মতো ভবিষ্যতেও নর্থ সাউথ ইউনিভার্সিটির উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের লক্ষ্যে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে ব্যক্ত করেন।
এটি উল্লেখ্য যে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এশিয়া র্যাঙ্কিং, সাবজেক্ট র্যাঙ্কিং (ব্যবসা এবং অর্থনীতি অনুষদ বিষয়ে বিশ্বের শীর্ষ ৩৫০-৪০০ রেঞ্জের মধ্যে অবস্থান) কিউএস এর এসব র্যাঙ্কিং প্ল্যাটফর্ম এ সবটিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। অনেক পূর্বে থেকেই এনএসইউ বাংলাদেশের উচ্চশিক্ষায় শীর্ষস্থানীয় হিসেবে তার অবস্থান সুদৃঢ় করেছে। এখন নর্থ সাউথ ইউনিভার্সিটি এশিয়ার শীর্ষ ১০০ এবং বিশ্বের শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয় –এর মধ্যে থাকার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অব্যাহত রেখেছে।