• বিদেশ ডেস্ক
  • ২৯ সেপ্টেম্বর ২০২১ ১০:৫৪:১৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২১ ১০:৫৪:১৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

আবারও ভারতে বাড়ল মৃত্যু

ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে এক লাফে ছাড়িয়েছে পৌনে চারশ। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। যদিও তা ২০ হাজারের নিচেই রয়েছে। এছাড়া গত এক দিনে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে। সুস্থতার হার বৃদ্ধির পাশাপাশি সংক্রমণের হার নেমেছে সোয়া এক শতাংশে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮৭০ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে ৭৫ জন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৭ লাখ ১৬ হাজার ৪৫১ জনে।

অন্যদিকে মঙ্গলবার ভারতে প্রাণহানির সংখ্যা দুইশোর নিচে নামলেও বুধবার তা এক লাফে ছাড়িয়েছে পৌনে চারশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৭৮ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা বেড়েছে ১৯৯ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৭৫১ জন।

এদিকে সংক্রমণ কিছুটা বাড়লেও সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে বুধবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।

সংশ্লিষ্ট বিষয়

ভারত করোনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1444 seconds.