• ১৯ অক্টোবর ২০২১ ১৭:০২:০৮
  • ১৯ অক্টোবর ২০২১ ১৭:০২:০৮
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ছবি : বাংলা

ইবি প্রতিনিধি: 

অসাম্প্রদায়িক দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদ পৃথকভাবে এ কর্মসূচি পালন করে। এসময় তারা অনতিবিলম্বে হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় তারা চার দফা দাবি পেশ করেন।

তাদের দাবিগুলো- সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচার, সকল জাতিসত্ত্বার স্বীকৃতিসহ ৭২ এর সংবিধান পুনঃবহাল এবং ধর্মভিত্তিক রাজনীতি আইন নিষিদ্ধ করণ। এদিকে একই সময়ে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রলীগ। মিছিল শেষে তারা পুণরায় টেন্টে এসে সমবেত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1605 seconds.