• বাংলা ডেস্ক
  • ২৫ নভেম্বর ২০২১ ২৩:৫৮:২৬
  • ২৫ নভেম্বর ২০২১ ২৩:৫৮:২৬
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

তারকাদের হাত ধরে যাত্রা শুরু করলো ফ্যাশন হাউস ‘স্টুডিও বাই জ্যাজ’

ছবি : সংগৃহীত

রাজধানী বনানীতে যাত্রা শুরু করলো নতুন স্টুডিও বাই জ্যাজ ও ডা পারপেলস বাই জ্যাজ ব্যান্ডের একটি ফ্যাশন হাউস। মঙ্গলবার (২৩ নভেম্বর) বনানী সি ব্লকের ৪ নম্বর সড়কে এই ফ্যাশন হাউসটির উদ্বোধন করা হয়। সেই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বসেছিল তারার মেলা।

আনুষ্ঠানিকভাবে ফ্যাশন হাউসটি উদ্বোধন করতে হাজির হয়েছিলেন অভিনেত্রী অঞ্জনা রহমান, ফ্যাশন আইকন বিবি রাসেল,নারী উদ্যোত্তা কানিজ আলমাস খানসহ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন ইনফ্লেয়েন্সার নদী খন্দকার।

আয়োজনে স্টুডিও বাই জ্যাজ-এর কর্ণধার সিলভি মাহমুদ বলেন, তারুণ্যের সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডকে তুলে আনার লক্ষ্যে যাত্রা শুরু করলাম আমরা। বিয়ে প্রতিটি মানুষের জীবনে একটি বড় অংশ। অনেক সময় দেখা যায়। আমাদের ইচ্ছে বা স্বপ্নের কাছে আমাদের সামর্থ্য বড় একটি বাঁধা হয়ে যায়। এই সমস্যা দূর করার জন্য আমার এই ক্ষুদ্র উদ্যোগ বলতে পারেন। তিনি আরও বলেন, তরুণ-তরুণীদের কাছে বৈশ্বিক ট্রেন্ড আর নিজস্ব ঐতিহ্যের মিশেলে সর্বোচ্চ মানের সেবা দিবে আমার প্রতিষ্ঠান জ্যাজ।
 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1555 seconds.