ছবি : সংগৃহীত
সারাবিশ্বে রয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জনপ্রিয়তা। পুরো পৃথিবীজুড়েই মেসির ভক্তের ছড়াছড়ি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। মেসির অন্ধভক্ত অনেক বাংলাদেশি। তবে গত কোপা আমেরিকার পর থেকেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে এমিলিয়ানো মার্টিনেজ নামটি।
মেসির পাশাপাশি মার্টিনেজের খোঁজখবর রাখছেন অনেকে। সে কথা জানেন মার্টিনেজও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বাংলাদেশিদের উচ্ছ্বাস চোখে পড়েছে মার্টিনেজের।
নিজের স্টোরিতে জিহাদ নামে এক বাংলাদেশি ভক্তের পোস্ট শেয়ার করে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা গোলরক্ষক লিখেছেন, 'লাভ ফ্রম বাংলাদেশ।' মার্টিনেজের এই স্টোরি হৃদয়ে নাড়া দিয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের।
২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দলকে ফাইনালে ওঠানোর নায়ক এই মার্টিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন। গোটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম ছিল তার।