ছবি : সংগৃহীত
‘সে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হবে’—মাউন্ট মঙ্গানুই টেস্টের আগের দিনই মাহমুদুল হাসানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিনই নাকি টেস্ট অধিনায়ক মাহমুদুলের মধ্যে ভবিষ্যতের এক তারকাকে দেখতে পেয়েছিলেন।
আজ মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন শেষে মেহেদী হাসান মিরাজের প্রশংসাও পেলেন মাহমুদুল। দিন শেষে ২১১ বল খেলে ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুলকে দেখে নাকি মনেই হয়নি তিনি ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলছেন! তার ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ দল দিন শেষ করেছে ২ উইকেটে ১৭৫ রানে।
দিনের খেলা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে মিরাজ বলছিলেন, ‘জয় (মাহমুদুল) অনেক ভালো ব্যাট করেছে, এটা দলের জন্য ইতিবাচক ছিল। সে যে নতুন খেলোয়াড়, এটা ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। খুব ভালো মানিয়ে নিয়েছিল। তার সামর্থ্য নিয়ে আমরা সবাই জানি। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভালো খেলেছে, ঘরোয়াতে ভালো খেলেছে, তারপর জাতীয় দল। তবে মাত্রই শুরু, বাংলাদেশকে তার অনেক কিছু দেওয়ার আছে।’