ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কেন্দ্রভিত্তিক ফলাফলে বিজয়ী হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গুজব’ ওঠে শামীম ওসমানের কেন্দ্রে আইভী হেরে গেছেন, তৈমূর জিতেছেন। তবে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ছালেহ আহম্মদ জানিয়েছেন, শামীম ওসমানের কেন্দ্রে আইভীই জিতেছেন।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুলের একটি কেন্দ্রে ভোট দেন শামীম ওসমান। এই স্কুলে মোট তিনটি কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এর মধ্যে শামীম ওসমান ভোট দিয়েছেন দুই নম্বর কেন্দ্রে।
প্রিজাইডিং অফিসার ছালেহ আহম্মদ রোববার রাতে বলেন, ‘শামীম ওসমান আমার কেন্দ্রেই ভোট দিয়েছিলেন। আমিও তখন ছিলাম। এ কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী ৪৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৩৫২ ভোট।
এদিকে, ১৯২ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ডা. সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে সামগ্রিকভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। তাদের ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২টি। ফলে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির মেয়র হতে চলেছেন সেলিনা হায়াৎ আইভী।