• বিদেশ ডেস্ক
  • ১৫ মার্চ ২০২২ ১৪:৩৮:০০
  • ১৫ মার্চ ২০২২ ১৪:৩৮:০০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

৩ বছরের শিশুর ছোড়া গুলিতে প্রাণ গেলো মায়ের!

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিকাগোর মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর ডলটনের একটি সুপারমার্কেটের পার্কিং লটে তিন বছরের এক শিশুর ছোড়া গুলিতে তার মা নিহত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) শিকাগো পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি একটি গাড়ির পেছনের সিটে বসে ছিল, সামনে তার বাবা-মা। প্রথমে শিশুটি গাড়ির ভেতরেই পিস্তল নিয়ে খেলছিল। এক পর্যায়ে সে ট্রিগারে চাপ দেয়। এতেই গুলি বের হয়ে তার মায়ের গায়ে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিভাবে বাবার পিস্তল তার হাতে এসেছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় শিশুটির বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বছরে ৩৫০টির মতো এ ধরনের ঘটনা ঘটছে।  সচেতনতার অভাবে এ ধরনের ঘটনাগুলো সেখানে ঘটে থাকে।

সংশ্লিষ্ট বিষয়

শিশু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1497 seconds.