• নিজস্ব প্রতিবেদক
  • ০২ এপ্রিল ২০২২ ১২:১৬:১৮
  • ০২ এপ্রিল ২০২২ ১২:১৬:১৮
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ঈদকে ঘিরে এপেক্সের ১৫০০ নতুন ডিজাইন

ছবি : সংগৃহীত

এবারের ঈদে নতুন কালেকশন নিয়ে এসেছে দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড এপেক্স। ‘সব ভুলে ঈদ হোক দিল খুলে’ শিরোনামে এপেক্স ঈদ ক্যাম্পেইন চলবে প্রথম রমজান থেকে। 

এ উপলক্ষে ১লা এপ্রিল (শুক্রবার) রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক জমকালো ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেলিব্রেটিদের পাশাপাশি উপস্থিত ছিলেন এপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, চিফ অপারেটিং অফিসার (সিওও) ফিরোজ মোহাম্মদ, মহাব্যবস্থাপক (জিএম) সাগ্নিক গুহ ও চিফ ম্যানুফ্যাকচারিং অফিসার রামচন্দ্রন জয়প্রকাশ।।

অনুষ্ঠানে এপেক্স ফুটওয়্যার, অ্যাপারেল ও অ্যাকসেসরিজ এর বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের একপাশে আকর্ষণীয় ফটোবুথ স্থাপন করা হয়। যেখানে আগত অতিথিদের ছবি তোলার সুযোগ ছিল এবং ছবি তুলে হ্যাশট্যাগ এপেক্স স্টাইলগিরি লিখে সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে ১০ জন স্টাইলিশ দর্শক পুরস্কার জেতেন। 

এবারের ঈদে এপেক্স এর নিজস্ব ব্র্যান্ড ভেনচুরিনি, ম্যাভরিক, স্প্রিন্ট, মুচি, নিনো-রসি, ও টুইঙ্কলার এর ১৫০০টি নতুন ডিজাইন বাজারে এনেছে ছোট বড় সকলের জন্য, যা দেশজুড়ে এপেক্স এর সকল স্টোরে পাওয়া যাচ্ছে।

অ্যাপেক্স জানায়, ঈদ বাঙালির জন্য সবচেয়ে আনন্দের উৎসব। এই আনন্দকে আরো বাড়িয়ে তুলতে প্রতিবছরের মতো এবারও এপেক্স ভক্তদের জন্য রেকর্ড সংখ্যক নতুন কালেকশন নিয়ে এসেছে। আশা করি, সব শ্রেণী ও পেশার মানুষের এবারের ঈদ কালেকশন ভালো লাগবে। 

সংশ্লিষ্ট বিষয়

এপেক্স

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1582 seconds.