• বাংলা ডেস্ক
  • ১৮ এপ্রিল ২০২২ ২২:৩৫:১৭
  • ১৮ এপ্রিল ২০২২ ২২:৩৫:১৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

দাম আকাশছোঁয়া! বিয়েতে নবদম্পতিকে লেবু উপহার

ছবি : সংগৃহীত

কলকাতায় পাতিলেবুর দাম প্রতি পিস ১০ টাকায় পৌঁছেছে। কোথাও আবার ৪টি পাতিলেবু ৫০ টাকায় বিকোচ্ছে। এই পরিস্থিতি যে দেশের অন্য প্রান্তেরও, তা স্পষ্ট হল গুজরাটের রাজকোটের এক বিয়ে বাড়ির ঘটনায়। ওই বিয়েতে বন্ধুদের থেকে কয়েক বাক্স ‘পাতিলেবু’ উপহার পেলেন বর। অদ্ভূত উপহারের ঘটনা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গুজরাটে ‘সোনার’ দামে বিকোচ্ছে পাতিলেবু। সেখানেও গরমের রাস্তাঘাট থেকে সস্তার লেবু জলের দোকানে হাওয়া হয়ে গিয়েছে। আর এই সুযোগে বন্ধুর বিয়েতে মজা করার সুযোগ ছাড়েননি বন্ধুরা। রাজকোটের ধরোজি শহরে এক বিয়েতে বরের বন্ধুরা নব দম্পতিকে উপহার দেন বাক্স ভরতি পাতিলেবু। আশ্চর্য উপহার নিয়ে বরের এক বন্ধু দীনেশের বক্তব্য, “এই মুহূর্তে বাজারে আগুনে দাম লেবুর। রাজ্যে ও দেশে কয়েকগুণ বেড়ে গিয়েছে মূল্য। গরমের সময় বিরাট চাহিদা লেবুর। সেই কারণেই আমরা লেবু উপহার দিয়েছি।”

এদিকে অন্যরকম উপহারে বেজায় খুশি হয়েছেন বর-কনে। বিশেষত বন্ধুদের এমন উপহারে মজা পেয়েছেন বর। তিনি বলেন, “অগ্নিমূল্য বাজারে পাতিলেবু উপহার পেয়ে ভালই লাগছে।”

সংশ্লিষ্ট বিষয়

নবদম্পতি লেবু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1595 seconds.