ছবি : সংগৃহীত
অনলাইনে পণ্য কিনে প্রতারিত হবার ঘটনা নতুন না। এবার মায়ের জন্য অনলাইনে মোবাইল অর্ডার করে ৪টি ফেস ওয়াশ পেয়েছেন ফ্লিপকার্টের এক গ্রাহক। ফ্লিপকার্ট ভারতীয় জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান।
ভারতের হুগলির পোলবার শঙ্করবাটির প্রতারণার শিকার সঞ্জয় মন্ডল স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, এপ্রিল মাসের ৫ তারিখ ফ্লিপকার্টে একটি কিপ্যাড মোবাইল অর্ডার করেন মাকে উপহার দেবেন বলে। ১০ এপ্রিল অর্ডারটি ডেলিভারি দেয় প্রতিষ্ঠানটি। মোবাইলের প্যাকেট খুলতেই চমকে উঠেন তিনি।
দেখেন, মোবাইলের বদলে বাক্সে রয়েছে ৪টি ফেস ওয়াশ। এই ব্যাপারে ফ্লিপকার্টের কাস্টমার প্রতিনিধির সাথে যোগাযোগ করলেও ১ মাসে পায়নি কোন সমাধান।
ঘটনাক্রমে প্যাকেট খোলার মুহূর্তটা মোবাইলে ভিডিও করে রেখেছিলেন সঞ্জয়। সে ভিডিও এতদিন পর প্রকাশ্যে আনেন তিনি। যা আলোচনার সৃষ্টি হয় ভারত জুড়ে।