ছবি : সংগৃহীত
না ফেরার দেশে পাড়ি জমালেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। আজ শুক্রবার (১৩ মে) ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশটির রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই সংবাদ জানিয়েছে আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম।
রাষ্ট্রপতির মৃত্যুতে আমিরাতের জনগণ, বিশ্ব মুসলিম এবং বিশ্ববাসীকে সমবেদনা জানিয়েছে দেশটির রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া রাষ্ট্রীয়ভাবে ৪০ দিনের শোক জানানো হয়েছে। এ সময় দেশব্যাপী পতাকা অর্ধনমিত রাখা হবে। আগামীকাল থেকে তিনদিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ এই শাসনের সময় তিনি বিভিন্ন সংস্কারমূলক কাজ সম্পন্ন করেছেন বলে জানা যায়। ১৯৪৮ সালে জন্ম নেওয়া এই শাসক ছিলেন আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট।