ছবি : সংগৃহীত
যেখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, সেখানে কোনোভাবেই জঙ্গী তৈরি হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মাদরাসাগুলোতে জঙ্গী তৈরি হয় না। যারা এ দেশের মাদরাসাগুলোকে জঙ্গীবাদের উৎস বলে থাকে, তারা সম্পূর্ণ ভুল বলেন।
গতকাল বৃহস্পতিবার (১৯ মে) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা ও জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদরাসায় জঙ্গী নেই এটা আমরা প্রমাণ করেছি।
নিজের কথার ব্যাখ্যা দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক সময় দেশে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাদের কর্মকাণ্ড-আক্রমণে স্থবির হয়ে পড়েছিল সবকিছু। এরপর আমরা শক্ত হাতে তাদেরকে দমন করলাম। অনেক জঙ্গী ধরা পড়লো। সেখানে কিন্তু দুই-একজন ছাড়া আমরা কোনো মাদরাসার ছাত্র খুঁজে পাইনি।