• ২৮ মে ২০২২ ২২:০৪:২৩
  • ২৮ মে ২০২২ ২২:০৪:২৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ইবির আইন বিভাগে নতুন সভাপতি ড. রেবা মন্ডল

ছবি : সংগৃহীত

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. রেবা মন্ডল। তিনি সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. নূরুন নাহারের স্থলাভিষিক্ত হলেন। আগামী তিন বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। শনিবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি সূত্রে, আইন বিভাগের সভাপতি হিসেবে গত ২৭ মে ড. নূরুন নাহারের মেয়াদ শেষ হয়। ফলে তদস্থলে ড. রেবা মন্ডলকে বিশ^বিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) এর ধারা মোতাবেক সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

সদ্য নিয়োগপ্রাপ্ত সভাপতি ড. রেবা মন্ডল বলেন, বিভাগের একাডেমিক কার্যক্রমকে গতিশীল করা এবং সাংস্কৃতিক, খেলাধূলাসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে বিভাগকে এগিয়ে নিতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1582 seconds.