ছবি : সংগৃহীত
কর্মজীবি নারী-পুরুষ, বিশেষকরে উদ্যমী নারীদের জন্য ২০১৮ সালে নাইন-টু-নাইন (ওয়ার্ক এন্ড আফটার ওয়ার্ক) কালেকশন লঞ্চ করেছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। কর্মক্ষেত্রে নিজেদের পরিপাটি করে ফুটিয়ে তুলতে চান এবং দিন শেষের অনুষ্ঠানেও প্রাণবন্ত থাকতে চান – এমনতরুণ-তরুণীদের মাঝে ভীষণ জনপ্রিয় এই কালেকশনে সম্প্রতি নতুন ও ভিন্নধর্মী সব স্টাইল যোগ করেছে ব্র্যান্ডটি। একইসাথে ঘোষণা করেছে সারপ্রাইজ অফার।
নাইন-টু-নাইনের নতুন স্টাইলগুলি সম্পর্কে লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস বলেন ”গত ২ বছরে ওয়ার্ক-ফ্রম-হোম কালচারের সুবাদে বদলে গিয়েছিলো কাজের পোশাকের সংজ্ঞা। এখন মানুষ আবার স্বাভাবিক অফিসে জীবনে ফিরছেন। এই সময়েরওয়ার্কওয়ার স্টাইলও ভিন্ন। কাজের পোশাকে স্বাভাবিক পোশাকের আরাম চাই, আবার পরিপাটি অফিস লুকেও ছাড় দেয়া যাবে না। ওয়ার্কওয়ারেরএই নতুন ট্রেন্ডকেই নাইন-টু-নাইনের নতুন স্টাইলগুলিতে ফুটিয়ে তুলেছি আমরা। এবারের স্টাইলগুলিতে ক্লিন সিলয়েটের পাশাপাশি মিনিমাল প্রিন্টকে প্রাধান্য দেয়া হয়েছে। কালার প্যালেটে দেখা যাবে গ্রীষ্মের উজ্জল কিন্তু মার্জিত শেডগুলি যেমন নীল, সাদা, অলিভ গ্রিন, ব্রিক রেড, মাস্টার্ড ইয়েলো, স্লেট ব্লু, গ্রে, ব্ল্যাক ইত্যাদি। কাপড় হিসেবে শতভাগ কোয়ালিটি কটনের পাশাপাশি কটন মিলাঞ্জ, সফট কটন জার্সি, ব্রিদেবল ভিসকোস, লাইট-ওয়েইট জর্জেট ও ক্রেপ ফেব্রিক ব্যবহার করেছি আমরা।”
নাইন-টু-নাইনের সকল ক্রেতার জন্য সারপ্রাইজ অফার ঘোষনা করে তিনি বলেন, আগামী ১৭ জুন ২০২২ পর্যন্ত নাইন-টু-নাইন কালেকশন থেকে নারী পুরুষের যেকোন ২টি পোশাক কিনলে ১৫% এবং ৩টি পোশাক কিনলে ২০% পর্যন্ত ছাড় থাকবে। সকল স্টোর এবংwww.lerevecraze.com এ এই ছাড় পাওয়া যাবে।
রুচিশীল ও মার্জিত কালার প্যালেট এবং গ্রীষ্ম উপযোগি কাপড়ে সাজানো হয়েছে নাইন-টু-নাইন কালেকশনের স্টাইলগুলি। নারীদের জন্যটিউনিক, টপ, কামিজ, সালোয়ার কামিজ, শ্রাগ, প্যাটার্নড, শর্ট ওলং স্লিভ ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্টের সাথে পরার জন্য লেগিংস, পালাজ্জো, প্যান্ট পাজামাস এবং কুলোট, ফর্মাল, টুইল ও ডেনিম প্যান্টস ডিজাইন করা হয়েছে। পুরুষের জন্য থাকছে লং স্লিভ ক্যাজুয়াল ও বিজনেস ক্যাজুয়াল শার্ট, প্রিমিয়াম কোয়ালিটি শর্ট ও লং স্লিভ ফর্মাল শার্ট, পোলো শার্ট, রাউন্ড নেক ও হেনলি টি শার্ট ও ওয়েস্ট কোট। আরো পাওয়া যাবে চিনোস, ডেনিম ও ফর্মাল প্যান্টস।
উল্লেখ্য, নাইন-টু-নাইন কালেকশনের সাথে ম্যাচ করে অফিস অনুষঙ্গেরও দারুন আয়োজন সাজানো হয়েছে লা রিভে। নারীদের জন্য ম্যাচিং ফ্ল্যাটস, হিলস ও মূলস জুতো, হাতব্যাগ, ব্রেসলেট, কানের দুল এবং পুরুষের জন্য ল্যাপটপ ব্যাগ, লেদার বেল্ট, ওয়ালেট, ক্যাপ, ইনারঅয়্যার ও মোজা রেখেছে ব্র্যান্ডটি। বিস্তারিত জানতে ব্রাউজ করুন www.facebook.com/lerevecraze