• নিজস্ব প্রতিবেদক
  • ১০ জুন ২০২২ ১৮:০৬:৫৫
  • ১০ জুন ২০২২ ১৮:০৬:৫৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

নওগাঁয় তিন মুখ ও দুই মাথাযুক্ত ছাগল ছানার জন্ম

নওগাঁর সদর উপজেলায় একটি ছাগলের তিন মুখ ও দুই মাথাযুক্ত ছানার জন্ম হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ইকুরকুড়ি গ্রামে। গত বুধবার রাতে ওই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছাগলের খামারে হরিয়ানা জাতের একটি (ছাগল) ছানার জন্ম দেয়।

ছানাটির গঠন দেখে অবাক সবাই। স্বাভাবিক ছাগল ছানার সঙ্গে এর মুখের গঠনের মিল নেই। জোড়া লাগা অবস্থায় দুই মাথা ও তিন মুখ নিয়ে জন্ম নেয়। তবে অন্য স্বাভাবিক ছানার মতো ছাগল ছানার দুটি কান, দুটি চোখ ও চারটি পা রয়েছে। তবে উদ্ভূত গঠন সত্ত্বেও ছাগলের ছানাটি সুস্থভাবে বেঁচে রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুই মাথা ও তিন মুখওয়ালা ছাগল ছানাটি দেখতে ইকরকুড়িসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে লোকজন শহিদুলের খামারে ভিড় করেন। অনেকে আবার ছানাটি কিনে নেওয়ার আগ্রহও দেখান।

শুক্রবার (১০ জুন) সকালে ইকরকুড়ি গ্রামের সেই ছাগলের খামারে গিয়ে দেখা যায়, সেখানে মানুষের ভিড়। সবাই নতুন জন্ম নেওয়া দুই মাথা ও তিন মুখযুক্ত ছাগলের ছানাটি বিস্ময়ভরে দেখছেন।

খামারি শহিদুল ইসলাম বলেন, দুই মাথা ও তিন মুখওয়ালা ছাগল ছানাটি একা একা খেতে পারছে না। ফিডারে করে দুধ খাওয়াতে হচ্ছে। বিচিত্র হলেও ছাগলের ছানাটি সুস্থ্য থাকে আল্লাহর কাছে এই দোয়া করি। তিনি আরও বলেন, অনেকেই ছাগলের ছানাটি কিনতে চান। কিন্তু তিনি তা বিক্রি করতে চান না। বর্তমানে তার খামারে বিভিন্ন প্রজাতির ৩৫টি ছাগল রয়েছে। অন্য ছাগলের মতো এই ছাগলটিকেও তিনি যত্ন সহকারে লালন-পালন করতে চান।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, জিনগত ত্রুটির কারণে এমন বিচিত্র ছানার জন্ম হয়ে থাকতে পারে। বিজ্ঞান অনুযায়ী যখন অ্যাবনরমাল শুক্রানু ডিম্বানুকে নিষিক্ত করে তখন এ ধরনের বিচিত্র আকৃতির জন্ম হতে পারে। দুই মাথা ও তিনমুখযুক্ত ছাগলের ছানাটিকে সুস্থ রাখতে ওই খামারিকে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

সংশ্লিষ্ট বিষয়

নওগাঁ ছাগল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1507 seconds.