ছবি : সংগৃহীত
নেদারল্যান্ডসের বিপক্ষে ৫০ ওভারে ৪৯৮ রানের বিশ্বরেকর্ড করলো ইংল্যান্ড। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে এই রান সংগ্রহ তারা। যেখানে সেঞ্চুরি করেছেন সল্ট, মালান ও বাটলার। এর ফলে নিজেদের গড়া বিশ্বরেকর্ড আরও একবার ভাঙল ইংল্যান্ড।
এর আগে, ২০১৮ সালে ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান করেছিল ইংল্যান্ড।
নেদারল্যান্ডসের আমস্টেলফিনে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায় স্বাগতিক দল। তিন সেঞ্চুরি ও এক ঝড়ো ফিফটিতে বিশ্বরেকর্ড ভেঙ্গে পাঁচ শর কাছাকাছি স্কোর গড়ে ইংল্যান্ড।
দ্বিতীয় উইকেটে ২৮.১ ওভারে ২২২ রানের জুটি করেন সল্ট ও ডাউয়িড মালান, দুই জনই তুলে নেন সেঞ্চুরি।
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলতে সল্ট খেলেন ৮২ বল। তার ১২২ রানের ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ১৪টি চার। অন্যপ্রান্তে, মালানও দেখা পান প্রথম ওয়ানডে সেঞ্চুরির। তার শতরান আসে ৯০ বলে।
১২৫ রানে আউট হওয়ার আগে জস বাটলারের সঙ্গে তৃতীয় উইকেটে ১৮৪ রান যোগ করেন মালান। তার ১২৫ রান করার পথে তিনি হাঁকান ৯টি চার ও ৩টি ছক্কা।
মালানের সঙ্গে ব্যাট করতে নেমে ঝড় তোলেন জস বাটলার। ৪৭ বলে পূর্ণ করেন ১০ম ওয়ানডে সেঞ্চুরি। ৭০ বলে ১৬২ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ১৪টি ছক্কা ও ৭টি চার।
বাটলারকে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করেন লিয়াম লিভিংস্টোন। স্ট্রাইক রেটে তিনি বাটলারকেও পেছনে ফেলেন। ২২ বলে ৬ ছক্কা ও ৬ চারে ৩০০ স্ট্রাইক রেটে ৬৬ রান করে অপরাজিত থাকেন লিভিংস্টোন। তার হাফ সেঞ্চুরি আসে ১৭ বলে।