• বিদেশ ডেস্ক
  • ১৭ জুন ২০২২ ২০:৩২:০১
  • ১৭ জুন ২০২২ ২০:৩২:০১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বিদেশ সফরে গেলে পুতিনের মলমূত্র স্যুটকেসে করে আনা হয় দেশে

ছবি : সংগৃহীত

বিদেশ সফরে গেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মলমূত্র সংগ্রহ করে সেগুলো স্যুটকেসে করে মস্কোয় ফেরত আনে তার দেহরক্ষীরা।

ইন্ডিপেনডেন্ট ডট ইউকে’র এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের স্বাস্থ্য সম্পর্কে যেন কোনো তথ্য কারও হাতে না যায়, সে কারণেই বিদেশ সফরের সময় রুশ প্রেসিডেন্টের মলমূত্র সংগ্রহ করে মস্কোয় ফেরত নিয়ে যান তার দেহরক্ষীরা। মূলত, পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যাতে প্রকাশ্যে না আসে, সে জন্যই এমনটি করেন দেহরক্ষীরা, এমনটাই দাবি করা হচ্ছে।

বিবিসির প্রাক্তন সাংবাদিক ফরিদা রুস্তমোভা এই তথ্যের পক্ষে টুইট করেছেন। টুইটারে তিনি লিখেছেন, পুতিন ভিয়েনা সফরে ব্যক্তিগত বিশেষ বাথরুম ব্যবহার করতেন।

রাশিয়া সংক্রান্ত দু’টি বইয়ের লেখক রেজিস জেন্টে ও এক দশকেরও বেশি সময় ধরে গবেষণা করা মিখাইল রুবিন বলেছেন, পুতিনের ২০১৭ সালের ২৯ মে ফ্রান্স সফর ও ২০১৯ সালের অক্টোবরে সৌদি আরব সফরের সময় মলমূত্র সংগ্রহ করা হয়েছিল।

ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট পুতিন ক্ষমতায় বসার পর থেকেই এমনটি ঘটতে পারে। তবে এ ধরনের ঘটনা অস্বীকার করছেন রাশিয়ার কর্মকর্তারা।

সংশ্লিষ্ট বিষয়

ভ্লাদিমির পুতিন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1561 seconds.