ছবি : সংগৃহীত
পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নায় সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স কর্তৃক ঘোষিত মানববন্ধনের আয়োজন করে কর্মকর্তা পরিষদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক লামিম আল কবির ও সভাপতি জোবায়ের হোসেন সহ সকল স্তরের সদস্যদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত।
উক্ত মানববন্ধনে ১২ টি দাবি উপস্থাপন করে কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক লিমন বলেন আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রটেকশনসহ অন্যান্য নীতিমালা সহ একটি অপূর্ণ নীতিমালা প্রকাশ করার প্রয়াস করছে,সেটি অবশ্যই ভালো দিক।তবে সেই অপূর্ণ নীতিমালা কিভাবে কর্মকর্তা কর্মচারী বান্ধব হতে পারে তার জন্য আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন পৃথকভাবে না করে যৌথভাবে ১২ টি যৌক্তিক দাবি উপস্থাপন করেছি,যা আমাদের কর্মকর্তাদের ন্যায্য অধিকার।
এ সময় আরো বক্তব্য রাখেন কর্মকর্তা পরিষদের সভাপতি জোবায়ের বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ একাত্মা ঘোষণা করছি সেই সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন যেকোন কর্মসূচি নিলে আমরা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ রাজপথে তাদের সাথে শরীক হবো।