• ২৩ জুন ২০২২ ১৭:১০:৪৯
  • ২৩ জুন ২০২২ ১৭:১০:৪৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

আত্রাইয়ে ৭ দোকানে দুর্ধর্ষ ডাকাতি

ছবি : সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ৭টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা বাজারে ডাকতির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানায়, বাজারে কীটনাশক, মুদি, ফেক্সিলোড, গার্মেন্টসসহ ৭ টি দোকানের তালা কেটে নগদ অর্থসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। 

ডাকাতরা দেশিও অস্ত্রের ভয় দেখিয়ে বাজারের নৈশপ্রহরীদের জিম্মি করে হাত মুখ বেধে ফেলে।

নৈশপ্রহরীদের বেঁধে রেখে দোকানে ডাকাতির ঘটনায় এলাকার মানুষের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। 

সুদরানা বাজার সমিতির সভাপতি এস. এম. খাজহারুল বলেন, গত রাতে দুই জন নৈশপ্রহরী বাজারের দোকানগুলো পাহারা দিচ্ছিল। গভীর রাতে ডাকাতরা এসে নৈশপ্রহরীদের হাত মুখ বেঁধে বাজারের ৭ টি দোকানের তালা কেটে মালামাল ও নগদ  টাকা নিয়ে গেছে। অনুমানিক প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। 

এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থল ফোর্স পাঠনো হয়েছে এবং তদন্তের পর পরবর্তী পদক্ষেপ গ্ৰহন করা হবে।

সংশ্লিষ্ট বিষয়

আত্রাই দুর্ধর্ষ ডাকাতি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1632 seconds.