ছবি : সংগৃহীত
দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি খেলতে সাকিব এখন অবস্থান করছেন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়। সেখান থেকে বৃহস্পতিবার (২৩ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পদ্মা সেতুর ছবি পোস্ট করে টাইগার টেস্ট অধিনায়ক লেখেন, ‘এবার বাড়ি ফেরার আনন্দটা অন্য সময়ের চেয়ে একদম আলাদা। তাই না? এবার স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি!'
সাকিবের মতো এ সেতু দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে স্বপ্নের সেতু। এর আগে পদ্মা পাড়ি দিতে ওই অঞ্চলের মানুষকে নির্ভর করতে হতো ফেরির ওপর। ঈদের সময় যেটা আবার ভোগান্তির সঙ্গে ছিল অনিরাপদ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতো হতো নদী পার হওয়ার জন্য। আবার অতিরিক্ত ওজন বহনে অনেক ফেরি ডুবে ঈদের আনন্দ শোকে পরিণত হতো অনেক পরিবারের।
জীবিকার প্রয়োজনে রাজধানীতে আসা মানুষের সহজে আর ফেরা হতো না পরিবারের কাছে। তবে সেসব দুশ্চিন্তা আর থাকছে না। ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য আর অপেক্ষা করতে হবে না বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষকে। আগামী ২৫ জুন পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে স্বপ্নের সেতু দিয়ে মাত্র কয়েক মিনিটে পদ্মা পাড়ি দেবে দক্ষিণের ২১টি জেলার মানুষ। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণ তার বাড়িও যে দক্ষিণের জেলা মাগুরাতে।