• নিজস্ব প্রতিবেদক
  • ০১ জুলাই ২০২২ ১৩:৩৭:২৪
  • ০১ জুলাই ২০২২ ১৩:৩৭:২৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

অবসরে গেলেন জাবি অধ্যাপক আনু মুহাম্মদ

ছবি : সংগৃহীত

দীর্ঘ চল্লিশ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। বৃহস্পতিবার (৩০ জুন) অবসর গ্রহণ করেন তিনি। এর আগে বুধবার (২৯ জুন) ছিল তার শেষ কর্ম দিবস।

১৯৮২ সালে অধ্যাপক আনু মুহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চ‍া ও লড়াইয়ে সক্রিয় অংশ নেন। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলনসহ সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা ও অবস্থান ছিলো তার। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বরাবরই পাশে ছিলেন তিনি। রাষ্ট্র, সমাজ নিয়ে তার চিন্তা ও গবেষণা তুলে ধরেছেন প্রকাশিত ত্রিশটিরও বেশি গ্রন্থে। 

পুরো নাম আনু মুহাম্মদ আনিসুর রহমান হলেও জাবির অর্থনীতি বিভাগের এই অধ্যাপক দেশবাসীর কাছে আনু মুহাম্মদ নামেই অধিক পরিচিত। তিনি ১৯৫৬ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

সংশ্লিষ্ট বিষয়

আনু মুহাম্মদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1568 seconds.