ছবি : সংগৃহীত
একবার শোনা যেত মো সালাহ চুক্তি নবায়ন করবেন, তো আবার খবর এসেছে, মো সালাহকে এই মৌসুমেই বিক্রি করে দেবে লিভারপুল। কয়েক মাস ধরেই এই দোলাচল লিভারপুলের সমর্থকদের মনে। অবশেষে সেটিতে স্থিরতা এসেছে। তিন বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন গত মাসেই ৩০ পূর্ণ করা সালাহ।
ইংল্যান্ডে গুঞ্জন, নতুন চুক্তিতে প্রতি সপ্তাহে সালাহর বেতন হবে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা অনেক চড়া বটে—প্রায় ৪ কোটি টাকা! বলা বাহুল্য, লিভারপুলের ইতিহাসেরই সবচেয়ে বেতনভোগী খেলোয়াড় হতে যাচ্ছেন সালাহ।
সালাহর সঙ্গে চুক্তি নবায়নের খবরটি লিভারপুলের টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করার আগেও কী নাটকই না হলো!
লিভারপুলের সঙ্গে সালাহর আগের চুক্তিরৃ এখনো এক মৌসুম বাকি, কিন্তু মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা তো চলছে কয়েক মাস ধরেই। সালাহর চাওয়ার মধ্যে বেতন একটা বড় ব্যাপার ছিল। শোনা যেত, তিনি সপ্তাহে চার লাখ পাউন্ড বেতন চান। কিন্তু সোনার ডিম পাড়া হাঁস হলেও এরই মধ্যে ৩০ পেরিয়ে যাওয়া একজনের জন্য এত বেতন দিতে লিভারপুল রাজি নয়। পাশাপাশি লিভারপুল দলবদলে কিছুটা আগ্রাসী হয় কি না, ভবিষ্যতেও শিরোপার লড়াইয়ে থাকার মতো দল গড়ে কি না, সেসব নিয়েও ভাবনা ছিল সালাহর।
সে ক্ষেত্রে দুই পক্ষের বনাবনি না হলে সালাহকে আগামী মৌসুমে বিনা মূল্যে ছেড়ে দেবে লিভারপুল, নাকি এই মৌসুমে মোটামুটি বড় অঙ্কে বিক্রি করে দেবে...সেসব আলোচনাও চলছিল। আর সালাহকে ঘিরে গুঞ্জনে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবের তো নিয়মিত উপস্থিতিই। কিন্তু অন্যদিকে আবার সাদিও মানেকে এই মৌসুমে বিক্রি করে দেওয়া লিভারপুল সালাহকেও বিক্রি করে দেবে, এমন সম্ভাবনা কমই মনে হচ্ছিল। সব মিলিয়ে গুঞ্জনটা একবার এদিকে, একবার ওদিকে দুলেছে।