• বাংলা ডেস্ক
  • ০৩ জুলাই ২০২২ ২০:৩০:৫২
  • ০৩ জুলাই ২০২২ ২০:৩০:৫২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন আনল হেলিও

ছবি : সংগৃহীত

দেশীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনির সিস্টার কনসার্ন হেলিও ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি তাদের নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। ফোনটির মডেল ‘হেলিও৩০’। বাংলাদেশেই তৈরি করা হয়েছে ফোনটি। এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ, ব্র্যান্ড এ্যাম্বাসেডর চিত্রনায়িকা শবনম বুবলী এবং চিত্রনায়ক রিয়াজ এডিসন গ্রুপের নিজ কার্যালয়ে উপস্থিত থেকে ফোনটির অনু্ষ্ঠানিক উদ্বোধন করেন।

হেলিও৩০ ফ্ল্যাগশিপ ফোনটিতে ব্যবহার করা হয়েছে, ৬.৬৭ ইঞ্চির ইন-সেল আইপিএস প্রযুক্তির পাঞ্চহোল ডিসপ্লে। ফুল এইচডি প্লাস ডিসপ্লের ফোনটির রেজল্যুশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল। ফোনটিতে থাকছে গুগলের সবশেষ ভার্সন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১। দ্রুতগতির বৈশিষ্ট্যের কারণে হ্যালিও পি৭০ ১২ এনএম প্রসেসর ইতোমধ্যে স্মার্টফোন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। হেলিও৩০ ফোনে মিডিয়াটেক এর প্রিমিয়াম ক্যাটাগরির হ্যালিও পি৭০ ১২ এনএম চিপসেটের ২.১ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার ফলে ফোনটি গেমিংয়ে দেবে অসাধারণ অভিজ্ঞতা। দ্রুতগতির ইন্টারনেট, স্ট্রিমিং কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে যোগ করবে নতুন মাত্রা।

হেলিও প্রথমাবারের মতো তাদের ফোনে ৬ জিবি র‍্যাম ব্যবহার করেছে। এর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

হেলিও৩০ ফোনের পিছনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ইউএইচডি কোয়াড ক্যামেরা সেটআপ। যার একটিতে আছে ১১৫ ডিগ্রী ওয়াইড এঙ্গেল লেন্স, অন্যটিতে ম্যাক্রো শট ক্যাপচারিং এবং আরেকটিতে আছে ডেপথ সেন্সর লেন্স। সেলফির জন্য এই ফোনের সামনে রয়েছে ডিসপ্লে ফ্ল্যাশযুক্ত ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপ দিতে ফোনটিতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। দুটি ন্যানো সিম ব্যবহারের আছে এই স্মার্টফোনটিতে। মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। এর ফেস আনলক ফিচার ০.৩ সেকেন্ডে ব্যবহারকারীর মুখাবয়ব রিড করতে পারবে। ফোনের নিরাপত্তা নিশ্চিতে থাকছে, ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন লক ও পাসওয়ার্ড।

স্মার্টফোনটি কেনা যাবে ১৪ হাজার ৯৯০ টাকা। ফ্লেম অরেঞ্জ এবং মিন্ট গ্রীণ কালারে সিম্ফনির সকল আউটলেটে এই স্মার্টফোনটি পাওয়া যাবে আকর্ষণীয় বান্ডেল অফার সহ।

সংশ্লিষ্ট বিষয়

মেগাপিক্সেল হেলিও৩০

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1583 seconds.