ছবি : সংগৃহীত
আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। আজ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে মিটিং শেষে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেইসাথে দলে রাখা হয়নি তিন পাণ্ডব মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানকে।
শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মাহমুদউল্লাহর সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে সভা হয় বিসিবির। কিন্তু দেশের ক্রিকেট বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয় বলে জানা গেছে।
সভা শেষে সোহনকে অধিনায়ক করার ব্যাপারে জানান ইউনুস, ‘এ টিমটাকে লিড করার জন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি, সেটা আমরা মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় চেষ্টা করছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফলাফল, পারফরম্যান্স কি হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।’
‘টি-টোয়েন্টি টিম নিয়ে আমাদের কিছু ইস্যু ছিল, আমরা কয়েকদিন ধরে আলাপ আলোচনা করছিলাম। কারণ, আপনারা জানেন যে টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে উন্নতি করতে পারছি না। সে জন্য সামনে যেহেতু টি-টোয়েন্টি একটা সিরিজ আছে এ জন্য অনেক চিন্তাভাবনা ছিল বোর্ডের।’
এ ছাড়া আজ জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে পেসার হাসান মাহমুদ ও পারভেজ হোসেন ইমনকে।
প্রথমবারের মতো নেতৃত্ব দিতে দেখা যাবে উইকেটরক্ষক-ব্যাটার সোহানকে। মূলত তারুণ্য নির্ভর একটি দলকেই জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলতে পাঠাচ্ছে বিসিবি।
আগে থেকেই ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। সেইসাথে ব্যক্তিগত কারণ দেখিয়ে সফরে নেই সাকিব। আর মুশফিক ও রিয়াদকে দলে রাখেনি বোর্ড। তবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্তও।
জিম্বাবুয়েতে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই দুই সিরিজকে সামনে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের বিমান ধরবেন ক্রিকেটাররা। ৩০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। সিরিজের বাকি দুই ম্যাচ হবে অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট।
পরে ৫, ৭ ও ১০ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে জিম্বাবুয়ে-বাংলাদেশ। দুই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।