• নিজস্ব প্রতিবেদক
  • ২৪ জুলাই ২০২২ ১৬:০৭:১৯
  • ২৪ জুলাই ২০২২ ১৬:০৭:১৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ভিভোর ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সারাবিশ্বে গত ৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত চলে ‘ভিভো সেকেন্ড গ্লোবাল ফটোগ্রাফি’ প্রতিযোগিতার আসর। এক্স টেলেন্ট, বেস্ট শট ও দ্য পপুলারিটি এই তিন ক্যাটাগরিতে ছবি আহবান করা হয়। এতে অংশ নেয় বিশ্বজুড়ে শতাধিক ফটোগ্রাফার। জমা পড়ে হাজারও ছবি।

প্রতিযোগিতার প্রথম পর্বে বাংলাদেশের নাসিম রেজার তোলা শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ছবিটি ‘দ্য পুপলারিটি বিভাগে সেরা হয়। ভিভোর ওয়েবসাইটে ছবিটি দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ২০ হাজারেরও বেশি লাইক পড়ে। ওই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের মুতাকাব্বির রাজ ও তৃতীয় হয়েছেন ভারতের অজয়।

‘জার্নি অব এইজ’ শিরোনামে এক্স ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগে বাংলাদেশের মেহেদী হাসানের ছবি স্থান করে নেয়। এক্স-ট্যালেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ৮ জন, যার মধ্যে বাংলাদেশি একজন। প্রতি বিজয়ী পাচ্ছেন একটা করে ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোন। দ্য বেস্ট শট ক্যাটাগরিতে ১২ জন বিজয়ীর প্রত্যেকে পাচ্ছেন এক্স৮০ ফাইভজি স্মার্টফোন। এরমধ্যে বাংলাদেশি তিনজন। আর পপুলারিটি ক্যাটাগরিতে ৭০ জনের মধ্যে দশজন বাংলাদেশি আছেন। তারা প্রত্যেকে পাচ্ছেন ভিভো ওয়্যারলেস স্পোর্ট লাইট।

সংশ্লিষ্ট বিষয়

ভিভো বাংলাদেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1601 seconds.