ছবি : সংগৃহীত
ফের নগ্ন হওয়ার প্রস্তাব পেলেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে এবার একেবারেই পশুপাখিদের স্বার্থে। পেটা অর্থাৎ People for the Ethical Treatment of Animal-এর তরফ থেকে একটি নগ্ন ফটোশুটের প্রস্তাব এলো এই অভিনেতার কাছে। সেই চিঠিতে লেখা রয়েছে, পেপার ম্যাগাজিনে আপনার নগ্ন ফটোশুট দেখে দারুণ লেগেছে। তাই আমরা চাই, পেটার হয়ে এরকমই একটা ফটোশুট করুন। যেখানে মানুষকে উদ্ভুত করুন নিরামিষ খাবার খাওয়ার জন্য।
শুধু তাই নয়, এই চিঠির সঙ্গে হলিউড অভিনেত্রী পামেলা আন্ডারসনের ছবি পাঠিয়েছে পেটা। কারণ, পেটার হয়ে পামেলা একটি নগ্ন ফটোশুট করেছিলেন। এই চিঠিতে অনুষ্কা শর্মা, কার্তিক আরিয়ান, নাতালিয়া পোর্টম্যানদের নামও উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ‘পেপার’ ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে রাতারাতি শোরগোল ফেলে দিলেও, সেই ফটোশুট নিয়েই এবার বিপাকে পড়লেন রণবীর সিং। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, রণবীরের নগ্ন ফটোশুটের বিরোধিতা করে মুম্বই পুলিশের কাছে জমা পড়েছে অভিযোগ। অভিযোগপত্রে লেখা রয়েছে, এই ফটোশুটের মধ্যে দিয়ে রণবীর সিং মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন। জানা গিয়েছে, এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
কেউ বলছেন, ওরকম সুঠাম চেহারা নেই, কারও মতে বাঙালিদের শারীরিক গঠন, সংস্কৃতি ও মানসিকতার সঙ্গে নগ্নতাটা ঠিক যায় না।