• নিজস্ব প্রতিবেদক
  • ১০ আগস্ট ২০২২ ১২:৫৬:৪১
  • ১০ আগস্ট ২০২২ ১২:৫৬:৪১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

স্ত্রীকে ‘খুন’ করে পালিয়ে গেলেন স্বামী

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে পারুল বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মতিয়ার রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মতিয়ার রহমান পলাতক।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের প্রতিবেশী হযরত আলী ও আলম হোসেন জাানান, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াা হতো। পারিবারিক কলহের জেরেই গভীর রাতে পিটিয়ে পারুল বেগমকে হত্যা করে মতিয়ার।

কালীগঞ্জ থানার ওসি বলেন, সম্ভাবত মতিয়ার রহমান তার স্ত্রীকে লাঠি বা ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে। এরপর সে গুরুতর অসুস্থ হয়ে কিছুক্ষণ পর মারা যায়। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট বিষয়

স্ত্রী স্বামী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1473 seconds.