• বিনোদন ডেস্ক
  • ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩১:৪৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩১:৪৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী আর নেই

ছবি : সংগৃহীত

অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গে‌ছেন। দীর্ঘদিন ধ‌রে ক‌্যানসা‌রের স‌ঙ্গে লড়াই ক‌রে রোববার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সময় সকাল ১১টা ৫৭ মিনেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আনিসুর রহমান মিলন তার ফেসবু‌কে এক স্ট‌্যাটা‌সে বলেন, আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে মারা গে‌ছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ খবর প্রকা‌শ্যে আসার পর শো‌বিজ অঙ্গ‌নের অ‌নে‌কে সোশ‌্যাল মি‌ডিয়ায় শোক প্রকাশ করেছেন। ইপ‌শিতা শবনম শ্রাবন্তী, রওনক হাসান, পূ‌র্ণিমা, না‌জিয়া হক অর্ষা, হৃ‌দি হকসহ অ‌নে‌কে প‌লি আহ‌মে‌দের বি‌দেহী আত্মার শা‌ন্তি কামনা ক‌রে‌ছেন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস কর‌তেন প‌লি আহ‌মেদ। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন, ওখানেই চিকিৎসা চল‌ছিল তার। এজন‌্য গত কয়েকবছর বাংলা‌দেশ-যুক্তরাষ্ট্র যাতায়াত ক‌রে কে‌টে‌ছে মিল‌নের সময়। স্ত্রী‌কে সময় দেওয়ার জন‌্য অ‌ভিন‌য়ে অ‌নিয়‌মিত হ‌য়ে প‌ড়েন মিলন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1470 seconds.